জামিনে বেরিয়ে খুন হন নয়ন, স্ত্রী ও পরকীয়া প্রেমিকসহ আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়ন (৪৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০) ও সানজিদা (১৮), পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫) এবং চয়ন (৪০)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবিনা ও তার পরকীয়া প্রেমিক রাসেল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তরপাশে অবস্থিত মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে নীল রঙের একটি ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার মরদেহের দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন ছিল। পরে আটকৃতদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার রাতে ফতুল্লার পিলকুনী এলাকা থেকে বিচ্ছিন্ন পা দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত নয়ন ফতুল্লার নন্দলালপুর এলাকার সালামের ছেলে।
পেশায় মাদক কারবারি নয়ন একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আড়াই বছর কারাভোগের পর গত ৮-১০ দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র, গাড়ি ছিনতাইসহ নানা অপরাধে ৮-১০টি মামলা রয়েছে। নিহত নয়নের প্রথম স্ত্রী শাহিদা ফতুল্লার পিলকুনি এলাকায় এবং দ্বিতীয় স্ত্রী সাবিনা ফতুল্লার ব্যাংক কলোনি এলাকায় বসবাস করেন।
জানা গেছে, নয়ন কারাগারে যাওয়ার পর সাবিনার সঙ্গে রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল নামে অন্য এক মাদক কারবারির পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে দ্বিতীয় স্ত্রী সাবিনার বাসায় উঠে নয়ন ঘটনাটি জানতে পারেন। এ নিয়ে তাদের সম্পর্কের অবনতি হয়। তখন সাবিনা ও রাসেল নয়নকে হত্যার সিদ্ধান্ত নেয়। পরে লোক ভাড়া করে নয়নকে হত্যা করা হয়।
মরদেহ গুমের জন্য ড্রামের ভেতরে ভরতে সমস্যা হওয়ায় দুই পা কেটে বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়েছে। মরদেহের বিচ্ছিন্ন পা দুটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমবি/টিআই