ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর সম্প্রতি আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর সম্প্রতি আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে, ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর চ্যানেল ২৪-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে রেজাউল করিমের বিরুদ্ধে গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগ প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়, এক আসামির আলামত হিসেবে থাকা গাড়ি তিনি ডিবি হেফাজত থেকে নিজের ব্যবহারে নিয়েছিলেন। এছাড়া আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা জমির প্লট গ্রহণ করেন তিনি—যেখানে হাইকোর্টের বিচারপতিরা পান ৫ কাঠা করে প্লট।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলায় সুবিধা দেওয়ার বিনিময়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা রেডিমেড প্লট নিয়েছিলেন রেজাউল করিম। এমনকি ঢাকার সিএমএম কোর্টে দায়িত্বে থাকাকালীন চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনতলা বাড়িও নির্মাণ করেন তিনি।
এই একাধিক দুর্নীতির অভিযোগ যাচাই করে সম্প্রতি আইন মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
এমবি এইচআর