এবার নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে নিহত ৩০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজাই জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত সামরিক অভিযানে অন্তত ৩০ ব্যক্তি নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র এবং সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী নিহতদের অনেকেই কিছু দিন আগে ওরাকজাইয়ে পাকিস্তান সেনার ওপর চালানো জঘন্য হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য মিলেছে।

Oct 10, 2025 - 14:10
 0  3
এবার নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে নিহত ৩০
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজাই জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত সামরিক অভিযানে অন্তত ৩০ ব্যক্তি নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র এবং সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী নিহতদের অনেকেই কিছু দিন আগে ওরাকজাইয়ে পাকিস্তান সেনার ওপর চালানো জঘন্য হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য মিলেছে।

গত সপ্তাহে ওই জেলায় পরিচালিত গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ১১ সেনা সদস্য নিহত হয়েছিল; তাদের মধ্যে ছিলেন দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তায়্যাব রাহাত। এরপর ৭ ও ৮ অক্টোবর রাতগুলোতে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে বিস্তৃত অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযান শেষে সেনাবাহিনী জানিয়েছে ১৯ জন সন্ত্রাসীকে ধ্বংস করা হয়েছে এবং পরবর্তী অভিযানে আরও ৩০ অস্ত্রধারী নিহত হয়েছে।

ঘটনাস্থলের কিছু ঘণ্টা আগে খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খাঁ জেলার দারাবান এলাকায় আরেকটি অভিযানে সাতজন ভারতীয় প্রক্সি সন্ত্রাসীকে সামরিক অভিযানে মৃতভাবে ধরা হয়। সেখানে মেজর সিবতাইন হায়দার যুদ্ধকালে শহিদ হন; তিনি বেলুচিস্তানের কোয়েটা জেলার বাসিন্দা ছিলেন।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, সাম্প্রতিক সময় ধরে দেশজুড়ে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে—বিশেষ করে ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান—তাদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। সেনাবাহিনী ২৭২তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে যে এসব নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ ধ্বংস করা হবে।

সামরিক সূত্রগুলো বলছে, সন্ত্রাসবাদ ও অপরাধচক্রের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং এ ধরনের কার্যক্রম আর ধৈর্য সহ্য করা হবে না।

এমবি এইচআর