‘সাইয়ারা’কে টপকে গেছে ‘কান্তারা’, জেনে নিন কত আয় করেছে সিনেমাটি
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা ঋষভ শেঠির বহুল আলোচিত ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’ এখন বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই রেকর্ড ভাঙার পর রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা ঋষভ শেঠির বহুল আলোচিত ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’ এখন বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই রেকর্ড ভাঙার পর রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি। সর্বশেষ এটি ‘সালার: পার্ট ১ - সিজফায়ার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘সাইয়ারা’র আজীবন আয়কে ছাড়িয়ে গেছে।
বক্স অফিস সংগ্রহ বিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, সিনেমাটির উদ্বোধনী সপ্তাহে আয় দাঁড়ায় ৩৩৭.৪ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পর নবম দিনে এটি আয় করে ২২.২৫ কোটি রুপি, আর দশম দিনে আয় বেড়ে ৩৯ কোটি রুপিতে পৌঁছায়, যা ৭৫ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
দ্বিতীয় রবিবার (১২ অক্টোবর) পর্যন্ত সিনেমাটির মোট ঘরোয়া আয় দাঁড়িয়েছে ৪৩৭.৬৫ কোটি রুপি। এর মাধ্যমে এটি প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারনের ‘সালার: পার্ট ১ - সিজফায়ার’ (৪০৬.৪৫ কোটি), এসএস রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (৪২০ কোটি) এবং অহান পান্ডে–অনীত পাড্ডার পরিচালিত ‘সাইয়ারা’ (৪০৯ কোটি)–এর আয়কেও ছাড়িয়ে গেছে। এমনকি রজনীকান্তের ‘জেলার’ (৪০৭ কোটি রুপি)–কেও টপকে গেছে ঋষভের এই সিনেমা।
একই সময়ে করণ জোহর প্রযোজিত ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’–এর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল ‘কান্তারা চ্যাপ্টার ১’। তবে জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, রোহিত সরাফ ও সানিয়া মালহোত্রা অভিনীত ছবিটি এখনো ঘরোয়া বক্স অফিসে ৫০ কোটি রুপি অতিক্রম করতে পারেনি।
সবশেষ তথ্যে দেখা যাচ্ছে, ‘কান্তারা চ্যাপ্টার ১’ ইতোমধ্যে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে—‘সাইয়ারা’কে টপকে এখন এটি কেবল ‘ছাবা’র পেছনে অবস্থান করছে।
এমবি এইচআর