পুকুর থেকে একে একে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Sep 10, 2025 - 19:04
 0  2
পুকুর থেকে একে একে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শ্রাবণ সরকার, শুভ সরকার ও অহনা সরকার। তারা চাচাতো-ফুফাতো ভাই-বোন। 

পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে জগাই সরকারের বাড়িতে তার মেয়ে অর্ন সরকারে বিয়ে সংক্রান্ত কথা চলছিল। এসময় বাড়ির আঙ্গিনায় শিশুরা খেলা করছিল। তারা দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে যায়। প্রথমে পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩) পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও ফুফাতো বোন নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫) পুকুরে নামে। তখন তারাও পানিতে ডুবে যায়। দুপুর দেড়টার দিকে বিয়ে বাড়িতে আসা গ্রামের এক নারী পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে থেকে শ্রাবণ ও শুভর মরদেহ উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, তাদেরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানা ওসি শেখ কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এমবি এইচআর