ফুটপাতে জন্ম, নবজাতক রেখে চলে গেলেন মা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালের সামনের ফুটপাত থেকে একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

Oct 7, 2025 - 15:57
 0  2
ফুটপাতে জন্ম, নবজাতক রেখে চলে গেলেন মা

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালের সামনের ফুটপাত থেকে একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাত ২টায় পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়ার হাসপাতালের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সকালে শিশুটিকে আমাদের হেফাজতে নিয়ে কেয়ার হাসপাতালে একজন নার্সের তত্ত্বাবধানে রেখেছি। শিশুটি এখন সমাজসেবা অফিসের অধীনে আছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, রাত ২টার দিকে কেয়ার হাসপাতালের সামনে রাস্তায় শিশুটি পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সকালে তাকে সমাজসেবা কর্মকর্তা এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটি মানসিক প্রতিবন্ধী কোনো নারীর সন্তান। তিনি সন্তান প্রসবের পর ফেলে রেখে চলে গেছেন।

এমবি/টিআই