রাকিবের গোলে ড্র নিয়ে খেলা শেষ করলো বাংলাদেশ
হংকংয়ের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে রাকিব হোসেনের গোলে সমতা ফেরায় হার এড়িয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
হংকংয়ের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে রাকিব হোসেনের গোলে সমতা ফেরায় হার এড়িয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।
এই ড্রয়ের ফলে দুটি ম্যাচে বাংলাদেশ পেয়েছে ১ পয়েন্ট, অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে হংকং। প্রথম লেগে ঢাকায় ৪-৩ গোলে হারের পর ফিরতি লেগে জয়ের বিকল্প ছিল না হাভিয়ের কাবরেরার দলের সামনে, তবে শেষ পর্যন্ত ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশলে খেলতে নামা বাংলাদেশকে শুরুতে খুব একটা বিপদে ফেলতে পারেনি হংকং। ২২তম মিনিটে শমিত সোমকে পেছন থেকে ফাউল করে হংকংয়ের এক ডিফেন্ডার, তবে সেই ফ্রি কিক থেকে গোলের সুযোগ তৈরি হয়নি।
৩৬তম মিনিটে ডিফেন্ডার কাজী তারিক রায়হানের ভুলে পেনাল্টি পায় হংকং। ফেরনান্দো পেরেইরাকে বক্সে ফাউল করায় রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ম্যাট অর স্পট কিক থেকে মিতুল মারমাকে ভুল পথে পাঠিয়ে গোল করে এগিয়ে দেন হংকং।
৪৪তম মিনিটে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। মিতুলের হাত ফসকে বল গোললাইনের দিকে গড়ালেও এক ডিফেন্ডারের দ্রুত ক্লিয়ারেন্সে রক্ষা পায় দল।
দ্বিতীয়ার্ধে কোচ কাবরেরা একাধিক পরিবর্তন আনেন। ৬৪তম মিনিটে মাঠে নামেন জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম। নামার পরপরই ফাহামিদুলের একটি জোরালো শট সরাসরি গোলরক্ষকের হাতে যায়।
৭৫তম মিনিটে হংকংয়ের ডিফেন্ডার অলিভার গারবিগ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ৮৩তম মিনিটে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগায়। বাঁ দিক থেকে ফাহিমের ক্রস ফাহামিদুল হেডে বাড়িয়ে দেন, রাকিব হোসেনের নিখুঁত শটে জালে জড়ায় বল—সমতায় ফেরে বাংলাদেশ।
শেষ মুহূর্তে জয়সূচক গোলের সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। তবে প্রতিপক্ষের মাঠ থেকে একটি মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরেছে জামাল ভূঁইয়ারা।
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এখনো ‘সি’ গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ, অন্যদিকে হংকং শীর্ষস্থান আরও মজবুত করেছে।
এমবি এইচআর