শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক, ৩ দফা দাবিতে ‘মার্চ টু সচিবালয়’
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো শিক্ষক। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এমন দৃশ্য দেখা যায়।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো শিক্ষক। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এমন দৃশ্য দেখা যায়।
জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার জানান, তাদের দাবি বাস্তবায়নের দাবিতে অল্প সময়ের মধ্যেই সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন শিক্ষকরা। তিনি বলেন, “রবিবার আমাদের ওপর পুলিশ হামলা চালানো হয়েছিল। আজ যদি আবার হামলা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
শিক্ষকরা জানিয়েছেন, তাদের চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে। ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
এর আগে গত রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
এমবি এইচআর