মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুন: নিহত ৯ জন
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়ীতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়ীতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি সূত্র চ্যানেল ২৪ অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, সার্চিং অপারেশন এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল বিস্ফোরণ থেকে উৎপন্ন বিষাক্ত গ্যাস ইনহেল করার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “অনেকেই সময়মতো বের হয়ে যেতে পেরেছেন, তবে নিহতরা সম্ভবত বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েছিলেন।”
আগুনে দগ্ধ মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫) নামে দুইজনসহ তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের শরীরের দুই শতাংশ দগ্ধ হয়েছে, আর মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে। দুজনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের ভেতরে এখনও আগুন জ্বলছে, যা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কর্মকর্তা আরও জানান, গোডাউনে এখনও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আগুন নিয়ন্ত্রণ ও মরদেহ অনুসন্ধানে ব্যবহৃত হচ্ছে হিউম্যানলেস টেকনোলজি, ড্রোন ও লুপ-৬০ গ্রাউন্ড মনিটর।
স্থানীয়রা জানান, স্থানটি দীর্ঘদিন ধরে ‘আলম কেমিক্যাল ফ্যাক্টরি’ নামে পরিচিত। তবে এখনো পর্যন্ত কারখানার মালিক বা ব্যবস্থাপকদের কাউকেই শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিসের সন্দেহ, কারখানাটির কেমিক্যাল সংরক্ষণের অনুমোদন নাও থাকতে পারে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পোশাক কারখানাটি সাততলা ভবন, যার চতুর্থ তলায় আগুন লাগে। পাশাপাশি থাকা কেমিক্যাল গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার অক্সাইড সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে, এসব দাহ্য রাসায়নিক থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এমবি এইচআর