আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত, অস্ত্রসহ ঘাঁটি দখলের দাবি
আফগানিস্তানের হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। রোববার (১২ অক্টোবর) আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, এ অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন।

মেঘনাবার্তা প্রতিনিধি: আফগানিস্তানের হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। রোববার (১২ অক্টোবর) আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, এ অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করেছে বলে দাবি করা হয়।
তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, কুনার ও হেলমান্দ প্রদেশে পাল্টা হামলায় তারা পাকিস্তানের তিনটি সীমান্ত পোস্ট দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোরাজমি বলেন, পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে বিমান হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান, শনিবার রাতভর চলা প্রতিশোধমূলক এই অভিযানটি মধ্যরাতে শেষ হয়।
অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়, এসব পোস্টে অবস্থানরত তালেবান যোদ্ধারা নিহত হয়েছেন বা পালিয়ে গেছেন। পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, আফগান সীমান্ত পোস্টগুলোতে আগুন জ্বলছে এবং কুররম অঞ্চলে কিছু তালেবান সদস্য আত্মসমর্পণ করছেন।
রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি বাহিনী তালেবানের মানোজবা ব্যাটালিয়ন সদর, জানদুসার পোস্ট, তুর্কমেনজাই শিবির ও খারচার দুর্গ ধ্বংস করেছে। সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলগুলোকে নিখুঁতভাবে টার্গেট করা হয়েছে বলেও দাবি করা হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান বাহিনীর হামলাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আফগান বাহিনী বেসামরিক জনগণের ওপর গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তান সেনারা এর দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে এবং কোনো ধরনের উসকানি বরদাশত করা হবে না।
পাকিস্তান টেলিভিশন ও রেডিও পাকিস্তানের প্রচারিত ফুটেজে রাতে আর্টিলারি ফায়ার ও গোলাবর্ষণে সীমান্ত এলাকার আকাশ আলোকিত হয়ে ওঠার দৃশ্য দেখা গেছে। দুই দেশের সীমান্তজুড়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এমবি এইচআর