৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর হওয়ার পর আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খানের দল পিটিআই। তারা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ‘ইমরান খানের বিজয়’ হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যাপকভাবে এই সংবাদ প্রচার করছে।

Aug 21, 2025 - 18:03
 0  2
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের ৯ মে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে করা আটটি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ইয়াহইয়া আফ্রিদির নেতৃত্বে জাস্টিস হাসান আজহার রেজাভী ও জাস্টিস শফি সিদ্দিকীসহ তিন সদস্যের একটি বেঞ্চ মামলার শুনানি শেষে পিটিআই প্রধানের জামিন আবেদন মঞ্জুর করেন।

পিটিআইয়ের পক্ষে ব্যারিস্টার সফদর এই মামলায় লড়াই করেন। আর রাষ্ট্রীয় পক্ষে প্রতিনিধিত্ব করেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নাকাভি। উভয় পক্ষের প্রমাণাদি বিচার-বিশ্লেষণ করে সুপ্রিমকোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়।

ইমরান খানের বিরুদ্ধে করা আরো কয়েকটি মামলার শুনানি এখনো চলমান। তিনি ২০২৩ সালের আগস্ট থেকে তোশাখানা মামলায় বন্দী আছেন এবং ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা জেলে সাজা ভোগ করছেন।

ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর হওয়ার পর আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খানের দল পিটিআই। তারা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ‘ইমরান খানের বিজয়’ হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যাপকভাবে এই সংবাদ প্রচার করছে।

এমবি এইচআর