ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, জবাবে কি বললেন ইতালির প্রধানমন্ত্রী!
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সোমবার (১৩ অক্টোবর) মিসরে অনুষ্ঠিত এক সম্মেলনে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সোমবার (১৩ অক্টোবর) মিসরে অনুষ্ঠিত এক সম্মেলনে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে ঘটে এক মজার ঘটনা, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বার্তাসংস্থা ইহলাসের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এরদোয়ান মেলোনিকে বলেন, তিনি তাকে বিমান থেকে নামতে দেখেছেন এবং দেখতে ভালো লেগেছে। এরপর তিনি রসিক ভঙ্গিতে বলেন, “কিন্তু আপনাকে ধূমপান ছাড়াতে হবে।”
জবাবে মেলোনি হাসিমুখে বলেন, “আমি জানি, আমি জানি, আমি কাউকে মারতে চাই না।” তবে তিনি ধূমপান ছাড়বেন কি না, তা স্পষ্ট করেননি।
এ সময় তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোয়ানের মন্তব্য শুনে ম্যাক্রোঁ মজা করে বলেন, “মেলোনি ধূমপান ছাড়বেন—এটা অসম্ভব।” এরপর তিন নেতা হাসিতে ফেটে পড়েন।
সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে মেলোনি স্বীকার করেছেন, তিনি ধূমপান করেন এবং এই অভ্যাসের মাধ্যমে অনেক বিশ্বনেতার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। বিশেষ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় ধূমপান ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘদিন ধরে দেশকে ধূমপানমুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পরিচালিত জাতীয় ক্যাম্পেইনে ধূমপানের ক্ষতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ধূমপান ছাড়তে আগ্রহীদের সহায়তা দেওয়া হয়। এরদোয়ানের লক্ষ্য, তুরস্কের আগামী প্রজন্মকে সম্পূর্ণভাবে ধূমপানমুক্ত রাখা।
এমবি এইচআর