রাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ অনাবাসিক ছাত্রকে হল ত্যাগের নির্দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে ওই রাতে বিজয়-২৪ ও মতিহার নামে দুটি আবাসিক হলে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে পুলিশ, প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। এ সময় দুই হলে পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা যায়। তাঁদের সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের ঘটনায় সমালোচনার সুর তুলেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “বিশ্ববিদ্যালয়ের হলে পুলিশের কাজ কী? প্রভোস্টের দায়িত্বই তো হলের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ দিয়ে হলে তল্লাশি চালানো শিক্ষার্থীদের জন্য অপমানজনক এবং এটি কর্তৃত্ববাদী মনোভাবের প্রতিফলন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “রাতে দুটি হলে যৌথ তল্লাশি চালানো হয়। মতিহার হলে তিনজন ও বিজয়-২৪ হলে দুজন অনাবাসিক শিক্ষার্থী পাওয়া গেছে। তাঁরা সবাই ওই হলেরই ছাত্র। তাঁদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা এতে দায়িত্বশীল আচরণ করেছেন।”
এদিকে রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৩০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। নির্বাচনের দিন প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাক ও ইউনিফর্ম মিলিয়ে দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সার্বিক সহযোগিতা করবেন।”
এমবি এইচআর