মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে প্যারাগ্লাইডার থেকে ফেলা বোমায় নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংগিয়ুত উৎসব পালনের সময় প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় থাডিংজুত পূর্ণিমা উৎসব চলাকালে এ ঘটনাটি ঘটে।
উৎসবের আয়োজক কমিটির এক সদস্য জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে শতাধিক মানুষ উৎসবে ও জান্তা-বিরোধী প্রতিবাদে অংশ নিতে জড়ো হয়েছিলেন। তখন হঠাৎ আকাশ থেকে সামরিক বাহিনী বোমা ফেললে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
মূলত, ছুটির দিনের ওই আয়োজনে ক্ষমতাসীন জান্তার নীতির বিরুদ্ধে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও ছিল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই হামলাকে ‘নৃশংস ও জঘন্য’ বলে বর্ণনা করে জানিয়েছে, এটি প্রমাণ করে মিয়ানমারের বেসামরিক জনগণ এখনো গুরুতর বিপদের মুখে রয়েছে।
এমবি এইচআর