আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা, পাকিস্তানের ৭ পুলিশ নিহত

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

Oct 11, 2025 - 17:59
 0  2
আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা, পাকিস্তানের ৭ পুলিশ নিহত
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।

সিটিডি জানায়, শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডেরা ইসমাইল খান জেলার শরকট থানার অন্তর্গত রত্তা কালাচি এলাকার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। প্রথমে বিস্ফোরকবোঝাই একটি ট্রাক প্রশিক্ষণ কেন্দ্রের মূল ফটকে আঘাত হানে, এতে দেয়াল ধসে পড়ে এবং প্রবেশের পথ খুলে যায়। এরপর সন্ত্রাসীরা ভারী অস্ত্র ও হাতবোমা নিয়ে ভেতরে ঢুকে পুলিশের ওপর নির্বিচারে গুলি চালায়।

হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি উপগোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’ জড়িত বলে ধারণা করা হচ্ছে। হামলার শুরুতেই এক পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এতে পাঁচজন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে আত্মঘাতী জ্যাকেট, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

ডেরা ইসমাইল খানের সহকারী কমিশনার মুহাম্মদ হামিদ সিদ্দিকী জানান, হামলার সময় প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই অবস্থিত ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদরা) অফিসে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়।

এর আগে গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় এক গোয়েন্দা অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর ছিলেন। ওই অভিযানে টিটিপির ১৯ সদস্য নিহত হয়।

পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে টিটিপির কার্যক্রম আবারও সক্রিয় হয়ে উঠছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে।

এমবি এইচআর