ভারতের পাহাড় রান টপকিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

নারী বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে রান তাড়া করার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। রোববার (১২ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে ভারতের দেওয়া ৩৩০ রানের বিশাল লক্ষ্য টপকে ১ ওভার হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় অজিরা।

Oct 13, 2025 - 13:12
 0  2
ভারতের পাহাড় রান টপকিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ নারী বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে রান তাড়া করার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। রোববার (১২ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে ভারতের দেওয়া ৩৩০ রানের বিশাল লক্ষ্য টপকে ১ ওভার হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় অজিরা।

দেশের মাটিতে নারী ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। তবে তাঁর রেকর্ডগড়া ইনিংসের ম্যাচেই জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারত। ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানার ১৫৫ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে ওঠে। মান্ধানা ৬৬ বলে ৮০ রান করেন ৯টি চার ও ৩টি ছক্কায়। প্রতিকা রাওয়াল খেলেন ৯৬ বলে ৭৫ রানের ইনিংস। হার্লিন দেওল ২২ বলে ৩৮ রান করে ক্যারিয়ারে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ৩৩০ রানে অলআউট হয় ভারত।

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক অধিনায়ক অ্যালিসা হিলি, যিনি ১০৭ বলে ১৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অপরদিকে, বল হাতে দারুণ পারফর্ম করেন অ্যানাবেল সাদারল্যান্ড, যিনি মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।

অজি ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হিলি ও ফোব লিচফিল্ড। লিচফিল্ড ৪০ রানে আউট হলেও হিলি অবিচল থাকেন। ইনিংসের মাঝপথে ইনজুরিতে এলিস পেরি মাঠ ছাড়লেও পরে ফিরে আসেন। এক পর্যায়ে টানা উইকেট হারিয়ে চাপে পড়লেও হিলি ও অ্যাশলে গার্ডনারের ৯৫ রানের জুটিতে ম্যাচ ঘুরে যায় অস্ট্রেলিয়ার পক্ষে।

শেষ পর্যন্ত ভারতের পাহাড়সম রানও জয় এনে দিতে পারেনি। অস্ট্রেলিয়া রেকর্ড রান তাড়া করে জয় তুলে নিয়ে নারী ওয়ানডে ক্রিকেটে রান তাড়ার সর্বোচ্চ স্কোরের বিশ্বরেকর্ড গড়ে।