ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য, দুই দেশের চুক্তি সই
ভারতের সেনাবাহিনীর জন্য হালকা ওজনের ক্ষেপণাস্ত্র সরবরাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৬৮ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তি সই করেছে যুক্তরাজ্য। দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার অংশ হিসেবেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ ভারতের সেনাবাহিনীর জন্য হালকা ওজনের ক্ষেপণাস্ত্র সরবরাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৬৮ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তি সই করেছে যুক্তরাজ্য। দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার অংশ হিসেবেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভারতের সফরকালে মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে দুই নেতা সাম্প্রতিক বাণিজ্য চুক্তির ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর আয়ারল্যান্ডের থ্যালেস কারখানায় তৈরি ‘লাইটওয়েট মাল্টিরোল মিসাইল’ সরবরাহের এই চুক্তির মাধ্যমে প্রায় ৭০০টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই কারখানায় বর্তমানে ইউক্রেনের জন্যও একই ধরনের অস্ত্র উৎপাদন চলছে।
চুক্তিটি দুই দেশের মধ্যে আরও বিস্তৃত অস্ত্র ও প্রযুক্তি সহযোগিতার পথ তৈরি করবে, যা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে লন্ডন।
গত এক বছরে প্রধানমন্ত্রী স্টারমার যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। ন্যাটো মানদণ্ড অনুযায়ী প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি এবং নরওয়ের সঙ্গে যুদ্ধজাহাজ সরবরাহ চুক্তিসহ একাধিক রপ্তানি উদ্যোগ এরই অংশ।
এছাড়া, বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাজ্য আরও জানিয়েছে, ভারতের নৌবাহিনীর জন্য বৈদ্যুতিক ইঞ্জিন উন্নয়ন প্রকল্পে ২৫০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক চুক্তি সই হয়েছে।
দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা শুধু অস্ত্র সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং এটি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
এমবি এইচআর