বস্তাবন্দি স্কচটেপ পেঁচানো তরুণীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক সেতু সংলগ্ন একটি ডোবা থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান এবং বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক সেতু সংলগ্ন একটি ডোবা থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান এবং বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে খোলার পর দেখা যায়, ভেতরে এক তরুণীর মরদেহ। নিহতের গলায় দড়ি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর থেকেই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অজ্ঞাত তরুণীর পরিচয় শনাক্তে পিবিআই, নৌ-পুলিশ ও র্যাব যৌথভাবে তদন্ত করছে। পরিচয় নিশ্চিতের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এমবি এইচআর