আড়াইহাজারে ২ গ্রামের সংঘর্ষে আহত ৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত নয় জন আহত হয়েছেন।

Aug 19, 2025 - 13:28
 0  3
আড়াইহাজারে ২ গ্রামের সংঘর্ষে আহত ৯

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত নয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত নয় জন আহত হন।

আহতদের মধ্যে আট জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আট থেকে নয় জন আহত হয়েছেন। গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’

এমবি/টিআই