রাবির আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১০ সালের আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় ১০৫ জন আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন।

Oct 12, 2025 - 16:43
 0  5
রাবির আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি খালাস
ছবি-সংগৃহিত

 মেঘনাবার্তা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১০ সালের আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় ১০৫ জন আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জুলফিকার উল্লাহ এই রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুযায়ী, মামলার কোনো সাক্ষীই আসামিদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণ করতে পারেননি। সাক্ষ্যপ্রমাণের অভাবে আদালত সব আসামিকে খালাস দেন।

২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন সকালে বিশ্ববিদ্যালয় এলাকার একটি ম্যানহোল থেকে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে ৩৫ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ২৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান আদালতে ১ হাজার ২৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন। এতে জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শিবিরের কয়েকজন নেতাকে অভিযুক্ত করা হয়।

মামলাটির বিচার প্রক্রিয়া দীর্ঘদিন চলার পর শেষ পর্যন্ত আদালত সাক্ষ্য-প্রমাণের ঘাটতিকে বিবেচনায় নিয়ে সব আসামিকে বেকসুর খালাস দেন।

এমবি এইচআর