পুলিশের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষে ঢামেকে আহত ৬

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক সহ ৬ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

Aug 27, 2025 - 19:31
 0  3
পুলিশের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষে ঢামেকে আহত ৬
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক সহ ৬ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এদিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শেষে আবারও শাহবাগে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সতর্ক অবস্থানে আছে পুলিশ।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন, বুয়েট শিক্ষার্থী নাবিদ (২১),শাহাদাৎ (২২),নাভিদ (২১),রুয়েট শিক্ষার্থীর রিজন(২৩) ও আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এর সাদিব(২২) এবং নিউ নেশন এর সাংবাদিক মো. আলম শরীফ (৩২)।

আহত শিক্ষার্থী রিজন বলেন, ‘তিন দফা দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যাওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হই। এখানে এই দফা দাবি সাথে শুধু বুয়েটের শিক্ষার্থী নয় বাংলাদেশের যত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে সকলেই একত্রিত হয়েছে।’

এরআগে দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়। পরে ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছানোর পর তাদের বাধা দেয় পুলিশ। এরপর ঘটনাস্থলে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। 

এদিকে কর্মসূচির কারণে পুরো শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এমবি এইচআর