মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এনামুল (১৮) ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার জানান, রাতে এনামুল স্থানীয় মাছ ধরার উপকরণ (ঠুসি) বসিয়ে মাছ ধরতে ধানক্ষেতে যান। এ সময় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমাতে গেলে তার শরীরে বিষক্রিয়া দেখা দেয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে মারা যান এনামুল।
এমবি/টিআই