গাইবান্ধার ঘাঘট নদী থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা সদর উপজেলায় মিয়াপাড়া এলাকা থেকে একটি সরকার প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার এন এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমীন আরা নাজের (৪০) মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
তাসমীন সদর উপজেলার পূর্ব কোমরনাই গ্রামের মৃত নাজির হোসেনের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন।
পুলিশ জানায়, নিজ বাড়ি থেকে আড়াইশ মিটার দূরে নদীতে তার মরদেহটি ভেসে ওঠে।
ওসি শাহিনুর বলেন, 'আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। আমাদের কর্মকর্তারা মৃত শিক্ষকের পরিবারের সঙ্গে কথা বলছে।'
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এমবি/এসআর