নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভুয়া ‘জুলাইযোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাইয়ের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Oct 14, 2025 - 20:06
 0  1
নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি: ভুয়া ‘জুলাইযোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাইয়ের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসাইন।

মামলার আসামিরা হলেন— জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান প্রিন্স, আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, আলিফ, জাহিদ, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সোনিয়া আক্তার লুবনা, শামীম রেজা খান ও রাকিন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই চিটাগং রোড এলাকায় আন্দোলনে অংশ নিয়ে সাবিনা ইয়াসমিনের স্বামী ও সন্তান আহত হন। পরবর্তীতে ২০ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে গেলে ফাউন্ডেশনের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদের নামে আটক রেখে শারীরিকভাবে নির্যাতন করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা তাদের ‘ভুয়া জুলাইযোদ্ধা’ বলে হুমকি দেন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন এবং তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। নির্যাতনের পর স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাদী সাবিনা ইয়াসমিন আদালতে এ মামলা দায়ের করেন।

এমবি এইচআর