চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্কের ঘোষণা দিলেন ট্রাম্প

Oct 11, 2025 - 10:57
 0  2
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্কের ঘোষণা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে।

এর আগে এক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেন, চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে ‘বিশ্বকে জিম্মি করার চেষ্টা’ করছে। তিনি এটিকে চীনের ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।

এ সময় ট্রাম্প জানান, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের কথাও ভাবছেন, যদিও পরে বলেন বৈঠকটি এখনো চূড়ান্তভাবে বাতিল হয়নি।

চীনের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণার পরপরই মার্কিন পুঁজিবাজারে বড় দরপতন দেখা যায়।

বিশ্বজুড়ে গাড়ি, স্মার্টফোন ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত বিরল খনিজ উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে। বছরের শুরুতে ট্রাম্প যখন বেইজিংয়ের ওপর শুল্ক আরোপের হুমকি দেন, তখন চীন এসব খনিজের রপ্তানিতে সীমাবদ্ধতা আনে। এর প্রভাবে মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড সাময়িকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।

এ ছাড়া চীন সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে, যা তাদের আরেকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান কেনার প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে।

গত মে মাস থেকেই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ক্রমে আরও তীব্র হচ্ছে, যা এখন নতুন অর্থনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে।

সূত্র: বিবিসি

এমবি/এসআর