জাপানের কাছে লজ্জাজনক হার ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল প্রস্তুতি ম্যাচে দূর্বল জাপানের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। মঙ্গলবার টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জাপান ৩-২ গোলে হারিয়েছে শক্তিশালী ব্রাজিলকে।

মেঘনাবার্তা প্রতিনিধি:
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল প্রস্তুতি ম্যাচে দূর্বল জাপানের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। মঙ্গলবার টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জাপান ৩-২ গোলে হারিয়েছে শক্তিশালী ব্রাজিলকে।
প্রথমার্ধে দাপট, দ্বিতীয়ার্ধে বিপর্যয়! টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল সেলেসাওরা। পাওলো হেনরিকে ২৬ মিনিটের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি ৩২ মিনিটে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। প্রথমার্ধ শেষ হয় ব্রাজিলের স্বস্তিদায়ক ২-০ লিডে।
তবে দ্বিতীয়ার্ধে যেন বদলে যায় চিত্রনাট্য। ঘুরে দাঁড়ায় স্বাগতিক জাপান। ৫২ মিনিটে মিনামিনোর গোল ফেরায় ব্যবধান, এরপর ৬২ মিনিটে নাকামুড়া করেন সমতাসূচক গোল। ম্যাচের শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা অ্যাসে উদা দারুণ শটে জয় নিশ্চিত করে জাপান।
শেষ বাঁশি বাজার পর মুখ ঢেকে হতাশ ব্রাজিলের খেলোয়াড়রা। বিশ্বকাপের আগে এমন হারে বড় ধাক্কা খেলো কোচ কার্লো আনচেলোতি শিষ্যরা, অন্যদিকে এশিয়ান ফুটবলে নিজেদের শক্ত অবস্থান আরও পোক্ত করল জাপান।
পুরো ম্যাচজুড়ে ব্রাজিল বল দখলে আধিপত্য রাখলেও জাপানের গোছানো রক্ষণভাগ ও দ্রুত পাল্টা আক্রমণের জবাব দিতে পারেনি। ফলে ম্যাচ শেষে হতাশ হয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
বিশ্বকাপের আগে এমন পরাজয় ব্রাজিলের প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর জাপান তাদের শক্ত অবস্থান জানান দিলো এশিয়ান ফুটবলে।
এমবি এইচআর