জামায়াত বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তের রাস্তা সুগম হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত ইসলাম জান্নাতের টিকিট বিক্রির কথা বলে অন্ধকার যুগ ফিরিয়ে আনতে চাইছে।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত ইসলাম জান্নাতের টিকিট বিক্রির কথা বলে অন্ধকার যুগ ফিরিয়ে আনতে চাইছে। তিনি অভিযোগ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে জামায়াত কর্মীরা ভোটারদের বলছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তের রাস্তা সুগম হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী আহমেদ।
তিনি বলেন, জামায়াত এখন এমন আচরণ করছে যেন তারা ইসলামের নতুন ধারা তৈরি করতে যাচ্ছে—যা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। তিনি আরও বলেন, একাত্তরে যারা নির্যাতন ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তারাও মুসলমান ছিল। কিন্তু একজন মুসলমান কি আরেকজন মুসলমানের ওপর অত্যাচার করতে পারে? একজন মুসলমান কি আরেকজন মুসলমান মেয়েকে শ্লীলতাহানি করতে পারে?
রিজভী আহমেদ বলেন, ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মুনাফেকদের প্রতি সহনশীল না থাকা। যারা ইসলামের নামে ইসলামেরই ক্ষতি করে, তারা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না।
এমবি এইচআর