এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে, ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে: ইসি সচিব

Oct 14, 2025 - 13:41
 0  4
এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে, ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে: ইসি সচিব
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক বেছে নিয়ে কমিশনকে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা বিকল্প প্রতীকের আবেদন না করলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, কমিশনের মতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। শাপলা ছাড়া নিবন্ধন নিতে এনসিপি রাজি না হলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হবে।

এমবি এইচআর