কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নিজের জীবনের এক কঠিন বাস্তব অভিজ্ঞতাকে এবার বড় পর্দায় আনতে যাচ্ছেন। চার বছর আগে মাদক মামলায় গ্রেফতার, রিমান্ড ও কারাবাসের সময়কার অভিজ্ঞতা নিয়েই তৈরি হতে পারে তার নতুন সিনেমা।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নিজের জীবনের এক কঠিন বাস্তব অভিজ্ঞতাকে এবার বড় পর্দায় আনতে যাচ্ছেন। চার বছর আগে মাদক মামলায় গ্রেফতার, রিমান্ড ও কারাবাসের সময়কার অভিজ্ঞতা নিয়েই তৈরি হতে পারে তার নতুন সিনেমা।
২০২১ সালে রাজধানীর বনানীর বাসা থেকে র্যাবের হাতে গ্রেফতার হন পরীমনি। প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থাটি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। সেই ঘটনায় পরীমনি তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রিমান্ড ও কারাবাসের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। রিমান্ড প্রসঙ্গে পরী জানান, রিমান্ডে ভয় দেখানোর নানা কৌশল থাকলেও তা কাউকে প্রভাবিত করে না। আর কারাগারে থাকার সময় তিনি দেখেছেন, অনেক কর্মকর্তা নিজেরাও জানতেন না কেন তাকে আটক করা হয়েছে।
পরীমনি আরও জানান, জেল থেকে মুক্তির পর তিনি নিজের সেই বাস্তব অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন, যা ভবিষ্যতে তার ছেলে প্রকাশ করবে। সেই বই থেকেই সিনেমা নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কারাবাসের সময়কার অনুভূতি প্রসঙ্গে পরী বলেন, জেলখানার অভিজ্ঞতা নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে চান না, কারণ সত্য প্রকাশ হলে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হতে পারে।
তবে কারাগারের খাবার নিয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান তিনি। পরীমনির ভাষায়, জেলখানার খাবার বেশ স্বাস্থ্যকর ও পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করা হয়। পুরো জায়গাটিও বেশ সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করা হয় বলে জানান এই অভিনেত্রী।
এমবি এইচআর