খুলনায় চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা

Oct 14, 2025 - 17:51
 0  2
খুলনায় চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা

মেঘনাবার্তা প্রতিনিধি: খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড় এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে সোপর্দ করেন।

আটকরা হলেন— সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি, যারা দুজনেই বাগমারা এলাকার বাসিন্দা। জানা গেছে, তারা ওএমএস-এর ডিলারের কাছে চাঁদা দাবি করছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা জানান, বর্তমানে সংগঠনের কমিটি নেই, তবে আটক দুইজন আগে নেতৃস্থানীয় ছিলেন। তারা বলেন, “অপরাধ যিনি করবেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে; কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর আতাহার আলী জানান, ওএমএস বিক্রয়কেন্দ্রে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন মিলন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে তারা ডিলারের কাছে চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে তাদের থানায় আনা হয়েছে। ডিলার এখনো অভিযোগ দায়ের করেননি; করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এমবি/এসআর