বিয়েবাড়িতে এসে পানিতে ডুবে তিন চাচাতো বোনের মৃত্যু

Oct 14, 2025 - 19:35
 0  3
বিয়েবাড়িতে এসে পানিতে ডুবে তিন চাচাতো বোনের মৃত্যু

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে বিয়েবাড়িতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো—রামগংগা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মুছকান আক্তার (১২), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে সনিয়া আক্তার (১১)। তারা তিনজনই চাচাতো বোন এবং স্থানীয় দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দপুর চা-বাগান এলাকার শাহলম মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে তিন শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে তিন শিশুকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের চাচা আমিনুল ইসলাম বলেন, “ওরা একসঙ্গে খেলছিল, পরে আর দেখা যায়নি। পরে সবাই মিলে খুঁজে পুকুরে ভাসতে দেখি।”
চা-বাগানের ব্যবস্থাপক শামীম হুদা জানান, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত।” উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন শিশুর মৃত্যু পানিতে ডুবে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিবার কোনো অভিযোগ দেয়নি।

এমবি/টিআই