৪ ঘণ্টায়ও নেভানো যায়নি মিরপুরের গোডাউনের আগুন
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার চার ঘণ্টা পরও কেমিক্যাল গোডাউনে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে কেমিক্যাল গোডাউনে এখনো উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সেখানে কী ধরনের রাসায়নিক রয়েছে তা নিশ্চিত না হওয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই পোশাক কারখানায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুন পাশের রাসায়নিকের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
পরে সেনাবাহিনীর সঙ্গে সহায়তায় যোগ দেন আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
এমবি/টিআই