অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যুতে ৩ কারখানায় অসন্তোষ

সাভারের আশুলিয়ায় অন্তঃসত্ত্বা শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে ৩টি কারখানায় উত্তেজনা দেখা দিয়েছে।

Oct 14, 2025 - 18:29
 0  2
অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যুতে ৩ কারখানায় অসন্তোষ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় অন্তঃসত্ত্বা শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে একাধিক পোশাক কারখানায়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সকালে পলাশবাড়ির গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড-এর শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করলে খবর ছড়িয়ে পড়ে আশপাশে। অল্প সময়ের মধ্যেই জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। পরিস্থতি আরও উত্তপ্ত হলে কর্তৃপক্ষ তিনটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

সহকর্মীদের অভিযোগ, তাজমিনা অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লেও বারবার ছুটি ও চিকিৎসা সহায়তা চেয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে প্রত্যাশিত সাড়া পাননি। এমনকি সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার উদ্যোগ নিলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তাজমিনার মৃত্যুতে সহকর্মী শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দোষীদের বিচার ও শ্রমিকবান্ধব পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন।

— এমবি/টিআই