অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবেগঘন বার্তা শাবনূরের

মেঘনাবার্তা প্রতিনিধি: ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র অঙ্গনসহ দেশজুড়ে নেমে এসেছে উদ্বেগ ও বিষাদের ছায়া।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, “বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।”
শাবনূর আরও উল্লেখ করেন, কাঞ্চন শুধুই চলচ্চিত্রে নয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। শাবনূর নিজের পোস্টে বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রাপ্ত এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।”
কাঞ্চন দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন এবং কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তার অস্ত্রোপচার পরবর্তী থেরাপি চলছে। সহকর্মী ও ভক্তরা সকলে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
— এমবি/এসআর