চট্টগ্রামে ২৫০০ কেজি মা ইলিশ জব্দ, গেল এতিমখানা ও মাদরাসায়
সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চট্টগ্রাম নগরীর আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী।

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে চারটি ফিশিং বোটের চার জনকে জরিমানা ও সাগর থেকে আনা প্রায় ২ হাজার ৫শ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিষয়টি জানান সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরার গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫শ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। চার বোটের ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায়, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২৫ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমের কারণে সারাদেশে ২২ দিনের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এমবি/টিআই