রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে ইয়াবা পাচারের মামলায় মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Oct 6, 2025 - 18:19
 0  2
রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামে ইয়াবা পাচারের মামলায় মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মোহাম্মদ ইউসুফ (৩৯) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রেজিস্টার্ড ক্যাম্পের ‘ই’ ব্লকের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার অপর আসামি বান্দরবানের আলীকদম উপজেলার মো. সেলিম হোসেনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ আগস্ট শাহ আমানত সেতু সংযোগ সড়কের একটি বাস কাউন্টারের সামনে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব-৭। সেখানে উপস্থিত তিনজনের মধ্যে দুজনকে আটক করে র‌্যাব। ইউসুফের হাতে থাকা ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হয় ৪৯ হাজার ২৮০টি ইয়াবা বড়ি।

এ ঘটনায় র‌্যাব-৭ এর এসআই মো. গোলাম মোস্তফা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৭ সেপ্টেম্বর ইউসুফ ও সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এমবি/টিআই