চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১
চট্টগ্রাম নগরীতে একটি কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে একটি কনসার্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এতে মো. শরীফ (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। তিনি খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। এ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা একটি অনুষ্ঠানের আয়োজন করে, যার একটি অংশ ছিল কনসার্ট। তবে কনসার্ট আয়োজনের আলাদা অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠান চলাকালে উশৃঙ্খল কিছু যুবক ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি চালায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, ‘হোন্ডা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল তরুণ ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।’
এদিকে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়। তবে পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।
এমবি/টিআই