সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইলাশপুরে সিলেট-মৌলভীবাজার সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান।
নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ বয়স (২০), মোহাম্মদপুর গ্রামের শওকত আলী ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম আহমেদ (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট থেকে দুই যুবক মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি/টিআই