‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একটি সশস্ত্র ডাকাত দল বিয়েবাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে।

Oct 12, 2025 - 18:06
 0  2
‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একটি সশস্ত্র ডাকাত দল বিয়েবাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ারার জয়কালী বাজারে বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা রাতে নিজ বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই ৮-১০ জনের একটি দল ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষে আটক রেখে তারা আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

নববধূর শ্বশুরবাড়ির সদস্য মো. আলমগীর বলেন, ডাকাতদের সঙ্গে মুখোমুখি হলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কোনো পদক্ষেপ নেয়নি। বরং অস্ত্র তাক করলে তারা পিছু হটে যায়। পরে আমরা নিজ উদ্যোগে ডাকাতদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিল।

স্থানীয়দের ধারণা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে।

ঘটনার পর রবিবার (১২ অক্টোবর) কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জামাল উদ্দিন চৌধুরী ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি শরীফ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এমবি/টিআই