সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার

সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামের সুমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Oct 14, 2025 - 13:14
Oct 14, 2025 - 13:15
 0  3
সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামের সুমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে কলহের কারণে দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে চলে যান এবং সেখান থেকে নিয়মিতভাবে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন।

দেশে ফিরে প্রায় এক মাস আগে সুমন পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

পরে ভুক্তভোগী নিজেই চারঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব অভিযান চালিয়ে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়ক এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

এমবি এইচআর