খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা
খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো বলবৎ রয়েছে ১৪৪ ধারা।

নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো বলবৎ রয়েছে ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জুম্ম ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না কোন অভ্যন্তরীন বা দুরপাল্লার গাড়ি।
তবে খাগড়াছড়িতে হামলা, ভাংচুর ও রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা হয়নি।
গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, বান্দরবান ও রাঙ্গামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষ-হামলা হয়। তখন খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারা এলাককায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
এমবি/টিআই