খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে।

Jul 27, 2025 - 20:54
 0  2
খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, জেএসএসের সদস্যরা লোগাং উচ্চ বিদ্যালয়ের এলাকায় এলে ইউপিডিএফ সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়। সেখানে এখনও থেমে থেমে গোলাগুলি হচ্ছে।

এ বিষয়ে জানতে ইউপিডিএফ প্রসিত দলের সংগঠক অংগ্য মারমার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, পানছড়ির করল্যাছড়ি এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির খবর লোকমুখে শুনেছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ সেখানে যেতে পারছে না।

এমবি/এইচআর