ব্রাহ্মণবাড়িয়ায় ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির দাম ৭ কোটি টাকা ও চশমার দাম ১ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এসব পণ্য জব্দ করার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিয়ষটি প্রক্রিয়াধীন আছে।
বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) দমনে বিজিবি’র কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাকিতায় এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।
এমবি/টিআই