ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Oct 12, 2025 - 20:32
 0  1
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধীতপুর গ্রামের ফরহাদ হোসেন ও সুমন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, “জমি নিয়ে পূর্ব বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এমবি এইচআর