ঝিনাইদহের কালীগঞ্জে দুর্ঘটনায় মা নিহত, মেয়ে আহত

ঝিনাইদহের কালীগঞ্জে দুর্ঘটনায় মা আলীয়া খাতুন(৪২) নিহত এবং মেয়ে মারিয়া আহত হয়েছেন।

Oct 12, 2025 - 12:36
 0  2
ঝিনাইদহের কালীগঞ্জে দুর্ঘটনায় মা নিহত, মেয়ে আহত

নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দুর্ঘটনায় মা আলীয়া খাতুন(৪২) নিহত এবং মেয়ে মারিয়া আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া বাজার নামকস্থানে ভ্যানের এক্সেল ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলীয়া কালীগঞ্জ উপজেলার আখ মুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।

এমত অবস্থায়, আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য মেয়েটিকে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, সন্ধ্যায় বোনের মেয়েকে দেখতে আলীয়া খাতুন ভ্যান যোগে বাড়ি থেকে কালীগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। সেসময় দুলাল মুন্দিয়া বাজারে পৌঁছানো মাত্র মহাসড়কের ওপর ভ্যানের এক্সেল ভেঙে পড়ে যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মেয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।

এমবি/টিআই