ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

নিজস্ব প্রতিবেদক: ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দোকানে ঢুকে যায়।
নিহতরা হলেন- দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জায়লস্কর এর আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)-সহ অজ্ঞাত (২০) আরো একজন।
দাগনভুঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ সিলোনিয়া বাজারের পাশে যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের দুঘর্টনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।