পরশুরামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন, আটক ১
ফেনীর পরশুরামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন লাগিয়ে পালানোর সময় ইছহাক (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

পরশুরামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন, আটক ১
নিজস্ব প্রতিবেদক: ফেনীর পরশুরামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন লাগিয়ে পালানোর সময় ইছহাক (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকেলে পরশুরাম-ফেনী আঞ্চলিক রোডের আলাউদ্দিন নাসিম কলেজের পাশে অবস্থিত কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভবন থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কমপ্লেক্সের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে অভিযানে নামে এবং বাথরুমের সানশেডের ওপর থেকে ইছহাককে আটক করে।
আটককৃত ইছহাক ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইছহাক স্বীকার করেছে যে, সে চুরি করতে কমপ্লেক্সে ঢুকেছিল। সে জানায়, কিছুদিন আগে দুই চোর একইভাবে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সে বিষয়টি জেনে এইবার নিজেও সেখানে ঢুকে পড়ে।
ইছহাক আরো জানায়, সে বিদ্যুতের তারের ওপরের অংশ পুড়িয়ে ভেতরের তামা বের করে বিক্রি করার জন্য আগুন লাগায়।
পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকসুদ এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘দেশব্যাপী অস্থিরতা তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এটি ঘটানো হতে পারে। প্রকৃত দোষীদের খুঁজে বের করতে সঠিক তদন্ত প্রয়োজন।
এমবি/ টিআই