নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে নিখোঁজের ছয় ঘণ্টা পর কচুরিপানা ভর্তি ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

Oct 11, 2025 - 10:51
 0  2
নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার লাকসামে নিখোঁজের ছয় ঘণ্টা পর কচুরিপানা ভর্তি ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত রিমন (৩) লাকসাম পৌরসভার রাজঘাট বেপারি বাড়ির মো. আলমের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় রিমন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজির পর সন্ধ্যায় থানায় জিডি করেন।

পরে রাস্তার পাশে কচুরিপানা ভর্তি সোনামিয়ার ডোবায় নেমেও শিশুটিকে খোঁজা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে অনুন্ধানে নামে। একপর্যায়ে কচুরিপানার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে রিমনের পরিবারের সদস্যরা জানায়, সে ঘরে কিংবা আশেপাশেই খেলাধুলা করে। কখনো পানির দিকে যায় না। শত্রুতার জেরে কেউ শিশুটিকে সেখানে নিয়ে যেতে পারে।

এ ঘটনায় শিশুটির পিতা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শনিবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমবি/টিআই