“কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি”, খোলামেলা বক্তব্য মালাইকার

মেঘনাবার্তা প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সাবেক স্বামী আরবাজ খান ও তার দ্বিতীয় স্ত্রী শুরার কন্যা সন্তানের জন্মের পর মালাইকার দ্বিতীয় বিয়ের ইচ্ছাকে ঘিরে গুঞ্জন তুঙ্গে।
সম্প্রতি ভাইরাল হওয়া ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপে বিচারকের আসনে বসা মালাইকা খোলাখুলি মন্তব্য করেন। জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজা করে তাকে প্রশ্ন করেন, “২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?”
প্রথমে হাসিমুখে বিস্মিত মালাইকা বলেন, “এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?” প্রশ্নের আসল অর্থ বুঝতে পেরে তিনি দ্বিধাহীনভাবে স্বীকার করেন, “যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।”
ফারাহর ঠাট্টা মন্তব্যের জবাবে মালাইকা সরাসরি বলেন, “মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।” এই অকপট মন্তব্যের পর থেকেই মালাইকা ফের বলিউডের আলোচনায় নতুন করে ছড়িয়ে পড়েছেন।
এমবি/এসআর