আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির নতুন স্বামী

Oct 14, 2025 - 17:28
 0  3
আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির নতুন স্বামী

মেঘনাবার্তা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকা নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন তার স্বামী সিদ্দিক। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সিদ্দিক লিখেছেন, “গতকাল আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি, তনি এখন আমার স্ত্রী। এরপর আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে গেছে। আমি সত্যিই সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে কিছু বিষয় স্পষ্ট করা জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন, “অনেকেই আমার অতীত, প্রাক্তন স্ত্রী ও আমার সন্তানদের বিষয়কে ট্রোলিংয়ের অংশ করেছেন। তারা নাবালক এবং কখনও সোশ্যাল মিডিয়ার আলোচনা বা সমালোচনার অংশ হওয়া উচিত নয়। ২০১৯ সালে আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। আমার প্রাক্তন স্ত্রী তার নিজস্ব জীবন যাপন করছেন। আমার সন্তানরা সম্পূর্ণ নির্দোষ।”

সিদ্দিক বলেন, “আমি এবং আমার স্ত্রী প্রাপ্তবয়স্ক। আমাদের একসাথে নতুন অধ্যায় শুরু করার পূর্ণ অধিকার আছে। তনি একজন বিধবা এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করি নি। আমরা শুধু ভালোবাসা বেছে নিয়েছি এবং আশা করি অন্যরা এটি সম্মান করবেন।”

স্ট্যাটাসের শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান, যারা তাদের সমর্থন করছেন এবং ব্যক্তিগত জীবনকে সম্মান দিচ্ছেন।

উল্লেখ্য, তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তনির বয়সের ব্যবধান ও সম্পর্ককে কেন্দ্র করে সে সময়ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল।

এমবি/এসআর